অত্র উপজেলার ০৯ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার মধ্যে ১৮ টি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে ০১ জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। তাছাড়া প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সে কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ও কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্রের মাধ্যমে ব্লকের কৃষকেরা নিম্ন লিখিত সেবা পেয়ে থাকেন।
১। উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ বিষয়ে চাষী প্রশিক্ষণ ও পরমার্শ দান।
২। ইউরিয়া সাশ্রয়ের জন্য ‘‘লীফ কালার চার্ট’’ ব্যবহার বিষয়ে চাষী প্রশিক্ষণ ও পরমার্শ দান।
৩। ইঁদুর দমন বিষয়ে চাষী প্রশিক্ষণ ও পরামর্শ দান।
৪। কম্পোষ্ট সার আবর্জনা সার ও সবুজ সার তৈরী ও ব্যবহার বিষয়ে চাষী প্রশিক্ষণ ও পরামর্শ দান।
৫। শাক সব্জী আবাদ বৃদ্ধিও জন্য কৃষকদেরকে পরামর্শ দান ও প্রশিক্ষণ।
৬। উচ্চ ফলনশীল ফসলের জাত আবাদে চাষীদেরকে পরামর্শদান ও চাষী প্রশিক্ষণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS